হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতীক নয়, যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চকবাজারে এনসিপির পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচনে যাঁরা যোগ্য নেতৃত্ব, তাঁদের আপনারা ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নেই। যে আপনার সেবা করবে, তাঁকে আপনারা ভোট দেবেন। যাঁর জাতির কাছে, দেশের কাছে কমিটমেন্ট (অঙ্গীকার) রয়েছে, তাঁকে আপনারা ভোট দেবেন।’

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে একটি ভোটের দাম কত ছিল? তিন হাজার? এবার কত নেবেন? আমাদের দেশের নেতারা তেলবাজি করে, গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে আপনি নিজে যোগ্য ভোটার হয়ে উঠুন।’

শিক্ষার্থীদের উদ্দেশে এই তরুণ নেতা বলেন, ‘আপনারা এখানে যাঁরা শিক্ষার্থী রয়েছেন, আপনারা চেষ্টা করবেন, যতটা সম্ভব আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তাঁদের সঙ্গে এবং নিজেদের মধ্যে দুর্নীতি ও সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে। আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারের যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা যদি ভোট বিক্রি করতে চান—এর প্রতিবাদ করুন।’

এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, ‘একজন যোগ্য নেতৃত্ব খোঁজার চেয়ে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের বেশি প্রয়োজন। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, ঘুষ না দিই, দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি ভোট বিক্রি করে দিই, তাহলে পাঁচ বছর আমার নেতা জুলুম করবে, নির্যাতন করবে, আর আমি মুখ ফুটে একটি কথাও বলতে পারব না।’

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লবের সময় এই চকবাজার ছিল আন্দোলনের হাব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের এই দেশটিকে আর কখনোই ফ্যাসিবাদের হাতে তুলে দিতে পারব না। আমরা চাই না আমাদের কোনো ভাইবোন আবার রাস্তায় নামুক এবং তাঁকে গুলি করে হত্যা করা হোক।’

চট্টগ্রাম নগরীর চকবাজারে এনসিপির পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

নিজেদের সংগঠন সম্পর্কে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা যারা শিক্ষার্থী, দেখেছেন আমাদের স্বচ্ছ ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে, টেন্ডারবাজি করে আমাদের চলাফেরার কোনো প্রয়োজন নেই।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

নগরীর চকবাজারের পর বহদ্দারহাট, শাহ আমানত সেতু চত্বর, নিউমার্কেট, আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে ও অলংকার মোড়ে এনসিপির পথসভা হয়। এর আগ গত রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং গতকাল সোমবার উত্তর জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১