হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে আসা বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক 

কক্সবাজার প্রতিনিধি

সাগরে ট্রলার বিকল হয়ে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে সাগরে শূন্য রেখায় গিয়ে তাদের স্বদেশে পুশব্যাক করে বিজিবি। এ সময় কোস্ট গার্ডের টহল দলও উপস্থিত ছিল।

এর আগে ভোররাতে রাখাইনের মংডু থেকে সিটওয়ে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়লে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভেসে আসে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি।  

ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে পুরুষ ১০ জন, নারী ১০ জন ও শিশু ১১টি। মিয়ানমারের বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। এই রোহিঙ্গারা গতকাল বৃহস্পতিবার বিকেলে মংডু শহর থেকে যাত্রা করেছিল। ট্রলারে করে মিয়ানমারের জলসীমায় থাকা নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাঁদের। আর মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তাঁরা সিটওয়ে শহরে যাওয়ার কথা ছিল।

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল জানিয়েছেন, আজ বিকেলে বিজিবি কর্মকর্তারা এসে কোস্ট গার্ডের সহায়তায় বিজিপির দুই সদস্যসহ ৩৩ মিয়ানমার নাগরিককে সাগরের জলসীমা দিয়ে মিয়ানমারে পুশব্যাক করে। 

এ বিষয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন বিজিবির কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু