হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ‘সিত্রাং’ মোকাবিলায় প্রস্তুত ২২ মেডিকেল টিম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পটিয়া উপজেলায় ২২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানা–পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলা হল রুমে ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যসাচী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের জরুরি মুহূর্তে সেবা দিতে উপজেলার ১৭টি ইউনিয়নে ২২টি মেডিকেল টিমের ৬৬ জন লোক কাজ করবে। প্রতিটি টিমে তিনজন করে মেডিকেল টিমের সদস্য কাজ করতে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগের মুহূর্তে কোথাও কোনো মেডিকেল সাপোর্ট প্রয়োজন হলে আমাদের মেডিকেল টিম তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স সহকারে ঘটনাস্থলে পৌঁছে যাবে। যে কোনো ধরনের জরুরি সেবা দিতে ০১৭৩০-৩২৪৪৫১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।’

ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। তিনি বলেন, ‘আমাদের থানা ও ফাঁড়িসমূহ ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন।’ 

ওসি আরও বলেন, ‘উপজেলার ১৭টি ইউনিয়নে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সব সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেউ এসব সেন্টারে আসেনি। যে কোনো জরুরি সেবা দিতে ০১৩২০-১০৭৭৩৫ এ নম্বরে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।’ 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির