রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে মো. কাজল নামের এক যুবক মারা গেছেন।
আজ বুধবার দুপুরে উপজেলার মানিকছড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাজল দুপুর ১২টার দিকে গোসল করতে মাদ্রাসার পুকুরে নেমে ডুবে যান। বিকেল ৩টার দিকে তাঁর পরিবার ও এলাকার মানুষ পুকুরে জাল ফেলে তাঁকে উদ্ধারের পর রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, কাজল নামের এক যুবক মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে সবাই মিলে পুকুরে জাল ফেলে তাঁকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।