হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও কর্মবিরতির ঘোষণা রেল শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাইলেজ দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয় রেলওয়ে কোড ও বিধিবিধান মতে দ্রুত পেনশন কেস নিষ্পত্তিসহ অর্জিত মাইলেজ প্রদান না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডের পাশে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

রেলওয়ের কর্মচারীরা ৩০ দিনের বেশি কাজ করলে বেতন ভাতা পেতেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্রস্থ ১ নম্বর পত্রের ‘খ’ ধারায় তা বাতিল করা হয়। অন্যদিকে ‘গ’ ধারায় অবসরের পরের সুযোগ-সুবিধাগুলো বাতিল করা হয়। 

এর আগে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার পর থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। কিন্তু বিকেলে বৈঠক করে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নিলে ৩১ জানুয়ারি থেকে কাজ না করার ঘোষণা দেন সংগঠনটির নেতারা। 

এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩১ জানুয়ারি থেকে আমরা কাজ করবো না।’ 

একই এ ঘটনায় রেলওয়ের মহাপরিচালককে ৭ দফা দাবিতে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, রেলওয়ে রানিং কর্মচারীদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স রেলওয়ের কোড ও বিধিবিধানে পর্ট অব পে হিসেবে গণ্য এবং যুগ যুগ ধরে রেলওয়ে কোড বিধিবিধান মতে রানিং স্টাফগণ তা পেয়ে আসছেন। এ নিয়ে বৃটিশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ৫০ বছরেও কোনো জটিলতা দেখা দেয়নি। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির