হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে চাঁদা না পেয়ে বাবুর্চিকে মারধর করল ৩ ছাত্রলীগকর্মী

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের শিক্ষার্থীদের র‍্যাগ ডে অনুষ্ঠানের খাবার ও চাঁদা না পেয়ে চবির একটি হলের বাবুর্চিকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের ৩ কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যানটিনে এই ঘটনা ঘটে। 

মারধরের শিকার বাবুর্চির নাম আবুল হাশেম। তিনি সোহরাওয়ার্দী হলের বাবুর্চি হিসেবে কর্মরত। অন্যদিকে অভিযুক্তরা হলেন—সাদ্দাম হোসেন, মো. মোখলেছ ও মো. মোরশেদ। তাঁরা সবাই শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী বলে জানা গেছে। 

মারধরের শিকার আবুল হাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার দর্শন বিভাগের র‍্যাগ ডে উপলক্ষে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। ছাত্রলীগকর্মী সাদ্দামসহ তিনজন এসে পাঁচ প্যাকেট খাবার দাবি করে। এ সময় আমি তাদের বলি খাবার তো আমার না। আমার হলে অবশ্যই দিতাম। এর কিছুক্ষণ পর এসে তাঁরা বলে, খাবার না দিলে যেন ১ হাজার টাকা চাঁদা দিই। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা লাঠি ও খুন্তি দিয়ে আমার মাথায় ও পেটে মারধর করে। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছি।’ 

আবুল হাশেম আরও বলেন, ‘আমি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেব। দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’ 

বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, ‘মারধরের কথা আমি শুনেছি। যারা মারধর করেছে, তারা এর দায়ভার নেবে। গ্রুপ এর সঙ্গে জড়িত না। আমি প্রশাসনকে বলে দিয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’ 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দায়িত্বরত অবস্থায় ছাত্রলীগকর্মীরা তাকে মারধর করেছে। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। পাশাপাশি পুলিশকেও ব্যবস্থা নিতে বলেছি।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা