রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা দীঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর সঙ্গে মাটি সরানোর কাজে যোগ দেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়। আজ সকালে আসে সড়ক জনপদ বিভাগের লোকজন। তাঁরা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে দীর্ঘ ১০ ঘণ্টা ভারী যানচলাচল স্বাভাবিক করে।
ইউএনও রুমানা আক্তার বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায় ফলে মাঝেমধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।