হোম > সারা দেশ > কক্সবাজার

ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

জমিজমার বিরোধের জের ধরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ইফতারের পর খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার দুই সহোদর বেদারুল আলম ও মোর্শেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ বিরোধে স্থানীয়ভাবে আপস মীমাংসাও হয়। কিন্তু আজ আবারও বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বেদারুলে ছেলে তারিফ হাসান চাচা মোর্শেদের (৩৬) ওপর হামলা চালায়। এতে মোর্শেদের এক হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এক হাত সামান্য ঝুলে রয়েছে। 

খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গুরুতর আহত মোর্শেদকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জমিজমার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল