হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকবাজারে চসিকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বিভাগের এই অভিযান পর্যবেক্ষণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র রেজাউল করিম বলেন, নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তাঁরা অবিবেচক। নগরীতে বাস করার কোনো অধিকার তাঁদের নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দেখা যায়, এখানে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি এবং স্থায়ীভাবে দোকান গড়ে তোলা হয়েছে। বেশিরভাগই তরি-তরকারির দোকান। এসবের আশপাশে জমে থাকা আবর্জনা সরাতে প্রায় ছয়টি ট্রাক লেগেছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১৫ দিন প্রতিদিন সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত