হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জের সহিংসতায় গুলিবিদ্ধ তরুণের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিলে পুলিশের গুলিতে আহত সাগর হোসেন (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাগরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মকিনাবাদ গ্রামে। পেশায় তিনি পিকআপ ভ্যান চালক ছিলেন। আয়শা নামে তাঁর ৪ মাসের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ অক্টোবর ওই তরুণ মাথায় গুলিবিদ্ধ হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেলে সে মারা যায়।

নিহত সাগরের বাবা শাহআলম জানান, সাগর এলাকায় পিকআপভ্যান চালাত। ১৩ তারিখ রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে পিকআপ ভ্যান রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। কুমিল্লায় মন্দিরে কোরআন রাখাকে কেন্দ্র করে তখন ওই বাজারে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে পড়ে যায় সাগর। সেখান থেকে বের হয়ে দৌড় দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। 

হাসপাতালে সাগরের বড় ভাই মো. মতিউর রহমান জানান, আহত সাগরকে পুলিশই উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর দিলে পরিবারের সদস্যরা ভোর রাতে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ৩ দিন আইসিইউতে রাখার পর অর্থ সংকটের কারণে ১৬ তারিখ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ