হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জের সহিংসতায় গুলিবিদ্ধ তরুণের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিলে পুলিশের গুলিতে আহত সাগর হোসেন (২৪) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাগরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মকিনাবাদ গ্রামে। পেশায় তিনি পিকআপ ভ্যান চালক ছিলেন। আয়শা নামে তাঁর ৪ মাসের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ অক্টোবর ওই তরুণ মাথায় গুলিবিদ্ধ হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকা মেডিকেলে সে মারা যায়।

নিহত সাগরের বাবা শাহআলম জানান, সাগর এলাকায় পিকআপভ্যান চালাত। ১৩ তারিখ রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে পিকআপ ভ্যান রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। কুমিল্লায় মন্দিরে কোরআন রাখাকে কেন্দ্র করে তখন ওই বাজারে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে পড়ে যায় সাগর। সেখান থেকে বের হয়ে দৌড় দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। 

হাসপাতালে সাগরের বড় ভাই মো. মতিউর রহমান জানান, আহত সাগরকে পুলিশই উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর দিলে পরিবারের সদস্যরা ভোর রাতে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ৩ দিন আইসিইউতে রাখার পর অর্থ সংকটের কারণে ১৬ তারিখ দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির