হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত 

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা, অসদাচরণ ও অসন্তোষজনক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। বুরির অফিশিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাঁকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে।

বুরির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুরির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭ ধারা ৬-এর (২)(ক) প্রবিধি এবং চাকরিতে যোগদানের শর্তাবলির (২) নম্বর শর্তানুযায়ী তাঁকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (অবেক্ষাধীন) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হওয়া বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের সদ্য বরখাস্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেম বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত