হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত 

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা, অসদাচরণ ও অসন্তোষজনক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। বুরির অফিশিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাঁকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে।

বুরির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুরির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭ ধারা ৬-এর (২)(ক) প্রবিধি এবং চাকরিতে যোগদানের শর্তাবলির (২) নম্বর শর্তানুযায়ী তাঁকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (অবেক্ষাধীন) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হওয়া বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের সদ্য বরখাস্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেম বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির