হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরণে আহত কলেজছাত্রের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ফাহাদ হোসেন (২১)। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন ডবলমুরিং ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন এই ফাহাদ হোসেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁচার আশা ক্ষীণ। কারণ তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আহতদের মধ্যে ফাহাদ হোসেন ছাড়াও ৮০ শতাংশ পুড়ে গেছে শ্রমিক জহিরুল ইসলামের। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রাকিব হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ফাহাদ, জহির ও নয়নের জরুরিভিত্তিতে আইসিইউ প্রয়োজন। পরে গতকাল রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে চারজনই ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।

আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের টাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’

ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার একজন পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।

গতকাল চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘এবার ফাহাদের ডিগ্রিতে ভর্তি হওয়ার কথা ছিল। দুপুর ১টায় তার সঙ্গে কথাও হয়েছে। কিছুক্ষণ পর শুনি ছেলের দুর্ঘটনার খবর।’

নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওইখানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’

ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির