হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৪: ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে জাপা প্রার্থী দিদারুলের নির্বাচন বর্জন 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। 

জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা। 

তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন। 

জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’ 
 
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার