হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ ঘোষণা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ঢাকা থেকে ভোরে হাতিয়ায় পৌঁছা লঞ্চটি দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন।

কামাল হোসেন জানান, প্রতিটি ঘাটে ইজারাদার প্রতিনিধিদের রাতে মোবাইল ফোনে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যাত্রী পারাপার ও পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

প্রশাসনের নির্দেশের পর মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে যাত্রী পারাপার। চট্টগ্রাম-হাতিয়া রুটেও সরকারি যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ৪ নম্বর স্থানীয় সতর্কসংকেতের আওতায় পড়ায় হাতিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৭৭টি ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, সিপিপির সব ইউনিটের সদস্যদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল থেকে হাতিয়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে এসেছে। হাট-বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না।

উল্লেখ্য, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হয়েছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ