হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি

মাদক কারবারিদের কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। এদিকে তাঁদের আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেই অভিযোগের স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে মনিরকে জনপ্রতিনিধির পদ এবং গ্রাম পুলিশ ইব্রাহিমকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে,  গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর সদর উপজেলার মজুচৌধুরীরহাট থেকে একটি নৌকা ভোলার উদ্দেশে যাচ্ছিল। ওই নৌকায় করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মাদক চোরাকারবারিরা। এ সময় চরমেঘার কাছে নৌকাটি ডুবিয়ে দিয়ে মাদক কারবারিদের মারধর করে ৮৫ হাজারের বেশি ইয়াবা বড়ি নিয়ে পালিয়ে যান স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ ইব্রাহিম ও আমির হোসেন। পরে বিষয়টি জানাজানির পর মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার বিকেলে মজুচৌধুরীরহাট থেকে তাঁদের তিনজনকে আটক করে র‍্যাব। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইয়াবার বিষয়টি স্বীকার করেন তাঁরা।

গত বুধবার বিকেলে সদর থানায় আটক তিনজনকে উদ্ধারকৃত ইয়াবাসহ হস্তান্তর করা হয়। পরে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে র‍্যাব।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনির হোসেনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তাঁর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া গ্রেপ্তার ইউপি সদস্য মনির হোসেন ও গ্রাম পুলিশ মো. ইব্রাহিম হোসেনকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন। গতকাল জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরখাস্তের সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইউপি সদস্য মনির হোসেন সজীব ও গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিমের নামে মামলা হয়েছে। এ ঘটনায় তাদের বরখাস্তের জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনপ্রতিনিধি বা গ্রাম পুলিশ সদস্য হয়ে এ কাজ করায় শাস্তি তাদের পেতে হবে।’

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ