হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপ: স্বতন্ত্র ও নৌকার প্রার্থীকে তলব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমান।

আজ বুধবার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘটিত উল্লিখিত ঘটনায় ২৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সামনে প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি হাজির হয়ে এই ব্যাখ্যা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। দুজনের কাছে একই বিষয় উল্লেখ করে পৃথক চিঠিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী বাঁশখালী পৌর সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে বের হন। একই সময় স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের একদল সমর্থক উত্তর দিক থেকে আসলে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রনি দাশ ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তি আহত হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। এই ঘটনায় মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ২৩ ডিসেম্বর বেলা ২টায় নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানকে একই দিন দুপুর ১২টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সালেম মোহাম্মদ নোমানের সামনে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সালেম মোহাম্মদ নোমান জানান, ‘বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, আহত ২’ শিরোনামে প্রকাশিত সংবাদ নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসার পর এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। উভয় প্রার্থীর কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির