হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও শহরের নুনিয়ারছড়া এলাকায় সৈকতে ভেসে এসেছে আরও তিন জেলের মৃতদেহ। এ নিয়ে দুইদিনে ৫ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে দুইটি মৃতদেহ ভেসে আসে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম।

তিনি বলেন, এদের মধ্যে আব্দুল করিম (৩৫) নামে এক জেলের পরিচয় শনাক্ত হওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

আব্দুল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর বাসিন্দা আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারের জেলে।

রেজাউল করিম বলেন, ‘শুক্রবার সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারটি ডুবে যায়।’

ট্রলার মালিকের বরাতে তিনি বলেন, ট্রলারটিতে ১১ জন জেলে ছিল। ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ইনানী সৈকত সংলগ্ন সাগরে এসে ডুবে যায়। এতে ৯ জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন। মৃতদেহ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

এ দিকে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে অপর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ