হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও শহরের নুনিয়ারছড়া এলাকায় সৈকতে ভেসে এসেছে আরও তিন জেলের মৃতদেহ। এ নিয়ে দুইদিনে ৫ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে দুইটি মৃতদেহ ভেসে আসে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম।

তিনি বলেন, এদের মধ্যে আব্দুল করিম (৩৫) নামে এক জেলের পরিচয় শনাক্ত হওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

আব্দুল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর বাসিন্দা আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারের জেলে।

রেজাউল করিম বলেন, ‘শুক্রবার সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারটি ডুবে যায়।’

ট্রলার মালিকের বরাতে তিনি বলেন, ট্রলারটিতে ১১ জন জেলে ছিল। ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ইনানী সৈকত সংলগ্ন সাগরে এসে ডুবে যায়। এতে ৯ জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন। মৃতদেহ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

এ দিকে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে অপর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল