হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সালিস চলাকালে হামলায় আহত ১০, গ্রেপ্তার ৩ 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সালিসে হামলা ও মারধরের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার মামলা করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন রিপণ মাঝি, শাহিন মাঝি ও তানজিল হোসেন। 

আহতরা হলেন শহরের কয়লা ঘাট এলাকার ব্যবসায়ী মো. নাছির মিয়া (৫২), সোহেল বকাউল (৩০), মিস্ত্রি কালু (৩২), আনোয়ার হোসেন (৪০), সাগর (২৬), তাফাজ্জল বকাউল (৪১)। এদের মধ্যে গুরুতর আহত নাছির মিয়া, সোহেল বকাউল, মিস্ত্রি কালু, আনোয়ার হোসেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্টিল বোট মালিক জনির কর্মচারী ও ট্রান্সপোর্ট মালিক শাওনের সঙ্গে ট্রলারের বিষয়ে সদরের বাগাদী ইউনিয়নের নানুপুর সিমেন্ট ঘাটে কথা-কাটাকাটি হয়। এ বিষয়ে গত রোববার রাতে কয়লাঘাটে জাহাঙ্গীর চোকদারের দোকানে সালিস হয়। সালিস চলাকালীন স্বপন মাঝি, রিপণ মাঝি, মানিক মাঝি, তকদির মাঝি, শাহিন মাঝি, তানজিল হোসেন, মানিক মাল, লিটন মাল, আরিফ, বিপ্লবসহ অজ্ঞাত ব্যক্তিরা তাফাজ্জল বকাউলের ওপর হামলা করেন। পরে তাঁদের দেশীয় অস্ত্র, লোহার রড ও ইটের আঘাতে প্রায় ১০ জন আহত হন। 

আহত মো. নাছির মিয়া বলেন, ‘আমার ব্যবসায় প্রতিষ্ঠানের পাশের দোকানে সালিস হয়। কে বা কারা ব্যবসায় প্রতিষ্ঠানের আশপাশে পাথর ছোড়ায় আমি এগিয়ে যাই। পাথরের আঘাতে আমার ডান চোখের নিচে ফেটে গেছে, সেলাই লেগেছে। এ ছাড়া তাদের অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।’ 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, এ ঘটনায় তাফাজ্জল বকাউল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত