হোম > সারা দেশ > কক্সবাজার

এ বছরও কক্সবাজার সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে নিষেধাজ্ঞা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) কোনো অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। কেবল সৈকত তীরের হোটেল–মোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ছোট পরিসরে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।

টুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজান বলেন, ‘সমুদ্র সৈকতে আতশবাজি ও কনসার্ট করা যাবে না। শুধু মাত্র হোটেল-মোটেলগুলোতে অনুষ্ঠান করার অনুমতি রয়েছে।’

পর্যটন সংশ্লিষ্টরা বলছে, সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইটে রাত ১২টার পর পর্যটক সমাগমে নিরুৎসাহিত করার জন্য বিষয়ে নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। গত ২৩ ডিসেম্বর পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকের পর পুলিশ এ সিদ্ধান্ত জানিয়েছে।

পর্যটন ব্যবসায়ীরা বলছে, নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি চাপ থাকত। কিন্তু সৈকতে কোনো আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় পর্যটক তুলনামূলক কম।

কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি মুকিম খান বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে সৈকতে কনসার্ট বা বড় কোনো অনুষ্ঠান না থাকায় পর্যটক আসার ক্ষেত্রে প্রভাব পড়েছে।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সমুদ্রসৈকতে ইংরেজি নতুন সালের উদ্‌যাপনে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। তবে করোনা মহামারির সময় থেকে সৈকতে কনসার্টসহ বড় কোনো অনুষ্ঠানের আয়োজন বন্ধ রয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির