হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় ডোবা থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে শিউলি আক্তার আরুদা (৩৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকার ওই ঘটনায় তাঁর স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

নিহত শিউলি আক্তার আরুদা লাড়ুচৌ এলাকার জানু সরকার বাড়ির সুমন মিয়ার স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

নিহত শিউলির ছেলে মো. রিহান বলেন, ‘শুক্রবার রাত থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে কাপড়ের অংশ দেখা যায়। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মায়ের লাশ উদ্ধার করা হয়।’

শিউলির বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০ বছর আগে সুমন মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন মিয়া তাকে বিভিন্ন সময় মারধর করত। তখন শিউলি আমাদের কাছে এলে সন্তানদের কথা চিন্তা করে তাকে বুঝিয়ে আবার স্বামীর সংসারে পাঠাতাম। মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় টাকাপয়সাও দেওয়া হয়। কয়েক দিন আগে টাকার জন্য মারধর করলে তাকে আবারও ৩০ হাজার টাকা দিই। সেই টাকা নিয়ে ঘটনার দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় আমার মেয়ের লাশ পাওয়া যায়।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ গিয়ে ডোবা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিউলির স্বামী সুমন মিয়াকে অভিযুক্ত করে তাঁর মা ঝর্ণা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে