হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় জব্দ করা ৪৫ মণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে চলমান রয়েছে মৎস্য নিধন নিষেধাজ্ঞা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে তা পরিবহনকালে ৪৫ মণ মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। 

গতকাল বুধবার মধ্য রাতে চট্টগ্রামের আনোয়ারা অংশে বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক ৪৫ মণ মাছ শিকার করে পরিবহনের সময় জব্দ করা হয়। 

এ সময় মাছ বহনকারী ট্রাকের চালকদের দুই হাজার ও মাছ শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন। 

ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন জানান, উদ্ধার করা ৪৫ মণ মাছ উন্মুক্তস্থানে নিলামের মাধ্যমে ১ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। 

জানা গেছে, ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গোপন সংবাদে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর মাছগুলো উদ্ধার করে। 

আনোয়ারার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মানুষ সাগর থেকে মাছ শিকার করছেন। পরে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে