হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় জব্দ করা ৪৫ মণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে চলমান রয়েছে মৎস্য নিধন নিষেধাজ্ঞা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরে তা পরিবহনকালে ৪৫ মণ মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। 

গতকাল বুধবার মধ্য রাতে চট্টগ্রামের আনোয়ারা অংশে বঙ্গোপসাগর থেকে সামুদ্রিক ৪৫ মণ মাছ শিকার করে পরিবহনের সময় জব্দ করা হয়। 

এ সময় মাছ বহনকারী ট্রাকের চালকদের দুই হাজার ও মাছ শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন। 

ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন জানান, উদ্ধার করা ৪৫ মণ মাছ উন্মুক্তস্থানে নিলামের মাধ্যমে ১ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। 

জানা গেছে, ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গোপন সংবাদে খবর পেয়ে মৎস্য অধিদপ্তর মাছগুলো উদ্ধার করে। 

আনোয়ারার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মানুষ সাগর থেকে মাছ শিকার করছেন। পরে তা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু