হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ লাখ টাকাসহ ঈগলের সমর্থক আটক, উল্টো ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম-১৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। 

তিনি জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। 

আরাফাত সিদ্দিকী আরও বলেন, হাতেনাতে ধরা খেয়ে একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করে। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পাঁচ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে মোট প্রার্থী হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ঈগল নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন মিনার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জসিম উদ্দিন ছড়ি প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত