হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫ লাখ টাকাসহ ঈগলের সমর্থক আটক, উল্টো ম্যাজিস্ট্রেটকে ঘুষের প্রস্তাব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাঁচ লাখ টাকাসহ মো. মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম-১৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। 

তিনি জানান, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মঈনুলকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক বলে জানিয়েছেন। 

আরাফাত সিদ্দিকী আরও বলেন, হাতেনাতে ধরা খেয়ে একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দিতে ঘুষ প্রস্তাব করে। তাঁর বিরুদ্ধে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে অভিযোগ স্বীকার করায় অভিযুক্তকে দণ্ডবিধি আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত পাঁচ লাখ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে মোট প্রার্থী হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ঈগল নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন মিনার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জসিম উদ্দিন ছড়ি প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি