হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিলছে না কাঙ্ক্ষিত সেবা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যথাযথভাবে চলছে না। সরকারের প্রশংসনীয় ও সাহসী জনসেবামূলক এই প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা হলেও জনবলের সংকট এবং লজিস্টিক সাপোর্টের অভাবে এ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী।


জানা গেছে, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করার লক্ষ্য থাকলেও ক্লিনিক করার জন্য প্রয়োজনীয় জমিদাতার সংকটের কারণে কাঙ্ক্ষিতসংখ্যক ক্লিনিক প্রতিষ্ঠা সম্ভব হয়নি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাড়ে চার লক্ষ মানুষের জন্য বর্তমানে মাত্র ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশেরও কম।

২৩টি কমিউনিটি ক্লিনিকে শিশুস্বাস্থ্য, মাতৃত্বকালীন পরিচর্যাসহ প্রাথমিক চিকিৎসায় ২৭ ধরনের ওষুধসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম। তবে জনবলের সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডার, (সিএইচসিপি) সপ্তাহে ছয় দিন এবং একজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী সপ্তাহে তিন দিন করে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে থাকেন। এসব ক্লিনিকে মাসে এক দিন টিকাদান কর্মসূচিসহ ইপিআই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি এক শনিবার সকাল ১০টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা নারুল হুদার বাড়ির সামনে থাকা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল ১০টায়ও তালাবদ্ধ ওই ক্লিনিক, সেবা নিতে আসা লোকজনকে তালাবদ্ধ দেখে ফিরে যেতে দেখা যায়। রড-সিসি ঢালাইয়ের পিলারের ওপর দাঁড়ানো ক্লিনিক ভাবনের নিচে দেখা যায় ঠাসাঠাসিভাবে সাজানো বিশাল লাকড়ির স্তূপ। দেখে মনে হয়নি এটি একটি ক্লিনিক। এদিন তালাবদ্ধ থাকা প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ সেলিম বলেন, টিকা কার্যক্রমে সহায়তার জন্য কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাহজাদপুর (জালিয়া পুকুর) কমিউনিটি ক্লিনিকে গিয়ে সরকার সরবরাহকৃত সাধারণ ওষুধও পায় না বলে অভিযোগ করেছেন সেবা নিতে আাসা কয়েকজন প্রান্তিক নারী। অথচ ওষুধ সরবরাহে তেমন কোনো শৈথিল্যের প্রমাণ মেলেনি। তবে টিকাদান কর্মসূচি ঠিকমতো চলছে বলে অনেকে জানিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, ওই ক্লিনিকে সরবরাহকৃত বিনা মূল্যের ওষুধ জালিয়া পুকুর এলাকার ফার্মেসিগুলোতে অহরহ পাওয়া যায়।

তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আশাবাজার কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকের অবস্থান উপজেলার চরএলাহীর গাঙচিলের আশাবাজারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গত ২৭ সেপ্টেম্বরে এই ক্লিনিকে এক দিনে 
১ হাজার ২০০ নরনারীকে কোভিড টিকা দেওয়া হয়।

কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সাবেক সিভিল সার্জন ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম কামাল উদ্দিন জানান, প্রকল্পটি ছিল বর্তমান সরকারের সাহসী ও উচ্চাভিলাষী প্রকল্প। কথার অনেক ফুলঝুরি থাকলেও পরিকল্পনা অনুযায়ী জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। 

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১