হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ এবং গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

শুক্রবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে মীরধারপাড়ার সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবার পাশে অবস্থান করছে। এরপর রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে পারভেজ ও মোহাম্মদ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পারভেজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগজিনে লোড করা এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স নেই। এ ঘটনায় রাউজান থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের