হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকার মৃত হেলালের ছেলে পারভেজ এবং গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

শুক্রবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে মীরধারপাড়ার সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনের ডোবার পাশে অবস্থান করছে। এরপর রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে পারভেজ ও মোহাম্মদ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পারভেজের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগজিনে লোড করা এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গুলির কোনো বৈধ লাইসেন্স নেই। এ ঘটনায় রাউজান থানায় এসআই সাইফুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল