হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে চবি শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা

প্রশাসনিক ভবনের সামনে অনশনে চবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সেশনজট নিরসনের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ১২ শিক্ষার্থী। আজ শনিবার দুপুর ১২টা থেকে দুই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। /

শিক্ষার্থীদের দুটি দাবি হলো, সেশনজট নিরসন ও সর্বোচ্চ চার মাসের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করার মাধ্যমে সেমিস্টার সম্পন্ন করা এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি লিখিত আকারে প্রদান করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা। অনশনরত ১২ শিক্ষার্থী হলেন স্বাধীন বসু মিয়া, ক্যাএসিং মারমা, মোহাইমিন আনাম, ওয়ালিউল্লাহ, আবু রাজিন মণ্ডল, তারেক মাহমুদ, হাফসা কাউসার মিশু, মোহাম্মদ জাভেদ, বখতিয়ারুল ইসলাম, মিফতাহ জাহান মীম, পাবত্রী রানী ও শ্রুতি রাজ চৌধুরী। শিক্ষার্থীদের হাতে ‘শিক্ষার নামে প্রহসন চলবে না! চলবে!’, ‘স্পোর্টস সায়েন্সে জট কেন? প্রশাসন জবাব চাই’, ‘প্রশাসনের ঘুম ভাঙাও সেশনজট দূর করাও’, ‘জট থেকে মুক্তি অথবা মৃত্যু’ স্লোগান লেখা ব্যানার দেখা যায়।

প্রশাসনিক ভবনের সামনে অনশনে চবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

অনশনরত স্বাধীন বসু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভাগের সেশনজট। আমরা অনেক ধৈর্য ধরেছি। বিগত প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কখন ক্লাস হবে, কখন পরীক্ষা—কিছুই জানি না। একটা বিশ্ববিদ্যালয়ে এটা কেমন ব্যবস্থা?’ অনশনকারী আরেক শিক্ষার্থী মিফতাহ জাহান মীম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই সিনিয়রদের দুই-তিনটা আন্দোলন দেখেছি। অনেক সিনিয়রদের চাকরির বয়স চলে যাচ্ছে। আমাদের অনার্স শেষ হতে আট বছর লেগে যায়। কারও পরিবারের সমস্যা। এগুলো কে দেখবে? আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।’

শিক্ষক না থাকাকে সেশনজটের মূল কারণ জানিয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এন এম সাজ্জাদুল হক বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো শিক্ষক না দিয়েই ২০১৫ একটি বিভাগ চালু করা হয়। আমি দায়িত্ব নেওয়ার পর এগুলো সমাধানের কাজ করছি। বর্তমান প্রশাসন ইতিমধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, ‘এটা শিক্ষার্থীদের অধিকার। তাদের কেন আন্দোলন করতে হবে। কিন্তু তারা নিরুপায়। দ্রুতই বিভাগে শিক্ষক নিয়োগ হবে ৷ শিক্ষার্থীরা ছয় মাসের সেমিস্টার চার মাসে করতে চাই, তারা পারলে আমরা এটা করে দেব। প্রশাসন তাদের দাবি মেনে নিয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, সেশনজট নিরসনের জন্য বিভাগে শিক্ষক প্রয়োজন, আমরা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়েছি। আর ছয় মাসের সেমিস্টার চার মাসে করার যে দাবি, সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারণী কমিটি ঠিক করবেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল