হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে স্বামী-স্ত্রী–শ্যালিকা খুন

প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে মারামারিতে স্বামী, স্ত্রী ও শ্যালিকা খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উখিয়া উপজেলার কুতুপালংয়ের ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার ইস্ট–২ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩) এবং তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজারস্থ ১৪ এপিবিএন–এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, উখিয়ার ইস্ট–২ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। ইফতারের আগ মুহূর্তে স্বামী নুর ইসলামের সাথে স্ত্রী মরিয়মের মাদকসেবন নিয়ে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে নুর ইসলাম দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতারি কোপায়। ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। পরে ঘরে অবস্থান করা শ্যালিকা হালিমা প্রতিবাদ করতে আসেন। এসময় নুর ও হালিমা পরস্পরকে ধারাল দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে নুর ইসলাম মারা যান। মুমূর্ষু অবস্থায় হালিমাকে উদ্ধার করে প্রতিবেশীরা পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে সেখানে তার মৃত্যু হয়।

সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন সদস্যরা বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্যে মরিয়ম খাতুনকে গলা কাটা এবং অপর দুইজনকে গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্নসহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি মো, সঞ্জুর মোর্শেদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান নাঈমুল হক।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির