হোম > সারা দেশ > চাঁদপুর

প্রেমের টানে সপরিবারে হাজীগঞ্জে মালয়েশিয়ান তরুণী

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে বিয়ে করার ঘটনা এখনো হরহামেশা ঘটছে। এবার প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। হাজীগঞ্জের ওমর ফারুককে বিয়ে করেছেন তিনি। 

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকেন। চাঁদপুরের সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক। সাত বছর আগে চাকরির সুবাদে মালয়েশিয়া যান। সেখানে ফেসবুকে আয়েশার সঙ্গে পরিচয় হয় ফারুকের। 

ক্রমে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চার মাস আগে ওমর ফারুক বাংলাদেশে চলে আসেন। গত ১৪ সেপ্টেম্বর মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা। ১৫ সেপ্টেম্বর রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এ বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরাও। 

ওমর ফারুক বলেন, ‘সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না।’ 

মালয়েশীয় তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। পাশাপাশি চাকরি করেন। নুর আয়েশা জানান, দেশে ফিরে দুজনেই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান। 

ভিনদেশি বউয়ের সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে জানতে চাইলে ওমর ফারুকের মা বলেন, ‘ইংরেজিতে দক্ষ পুত্রবধূ কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী বাংলাদেশে এসেছে।’ 

আয়েশার মা বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশ, বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ। তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এ দেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। বাংলাদেশের ফুচকা অসাধারণ। মালয়েশিয়াতে একটি ফুচকার ব্যবসা চালু করব।’ 

এদিকে মালয়েশিয়ান তরুণীর বিয়ের খবর শুনে হাজীগঞ্জ বাজারে ওমর ফারুকদের বাসায় মানুষের উপচেপড়া ভিড়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে