হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেলেন ছেলে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’ 

জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।  তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। 

জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’ 

স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি