হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মায়ের মৃত্যুর একদিনের মাথায় মারা গেলেন ছেলে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যুর একদিনের মাথায় জান্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মা-ছেলের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস মিয়া। তিনি বলেন, ‘মায়ের মৃত্যুশোকে ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাঁদের শোকে পরিবারের আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।’ 

জান্টু মোল্লা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।  তিনি স্ত্রী ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। 

জান্টু মোল্লার ছোট ভাই মো. হারুন মিয়া বলেন, ‘আজ (সোমবার) জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বড় ভাইকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান বড় ভাই।’ 

স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মা রেজিয়া খাতুন (৭০) মারা যান। মায়ের মৃত্যুতে মাতম করছিলেন জান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এর মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, জান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার রাতে মায়ের মৃত্যুর পর তিনি লাশের পাশে বসে কাঁদছিলেন। তাঁর মাকে কবর দেওয়ার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এরপর গতকাল রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু