হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আ. লীগ নেতা বাদল গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার আবদুল খালেক বাদল। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক বাদলকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ রোববার ভোররাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল খালেক বাদল লক্ষ্মীপুর সদরের চরমনসা এলাকার বাসিন্দা। চার শিক্ষার্থী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুল খালেক বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, বাদল ভবানীগঞ্জ ইউনিয়ন ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এ সময় তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির