স্বর্ণ গলিয়ে দরজার কবজায় লুকিয়ে আনা প্রায় এক কেজি স্বর্ণসহ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলেন দুবাইফেরত এক যাত্রী। আজ রোববার সকালে ফ্লাই দুবাইয়ের এফজে-৫৬৩ ফ্লাইটে আসা ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো এ স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুল করিম (৩৫)। তিনি দুবাইপ্রবাসী ও ফেনী জেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, অভিযুক্ত যাত্রীর লাগেজে আনা ১২টি দরজার কবজা দেখে সন্দেহ হয় এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যদের। সেগুলো পরীক্ষা করলে কবজা মাঝখানে লাগানো রং মাখা দণ্ডটি স্বর্ণ হিসেবে পাওয়া যায়। পরে সব দরজার কবজা থেকে ৭৪৬ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়।
এ ছাড়া তাঁর কাছে ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের কয়েকটি বালাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ পরিমাপ করে কাস্টমসে জমা ও আটক যাত্রীকে মামলাসহ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা।