হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়িতে চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী কিশোরীর বাবা অজ্ঞাত পরিচয়ের চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। 

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ বাবুল (২৮)। তিনি বাবুল উপজেলা কাকারা বার আউলিয়া নগর গ্রামের ইসমাইলের ছেলে। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ বলছে, কিশোরী একা ঘরে ঘুমিয়ে ছিল। অন্য ঘরে তার মা-বাবা ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ৪ জন মুখোশধারী অজ্ঞাত লোক তাঁদের ঘরে ঢোকে। অজ্ঞাত চোর বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা চুরি করে। চুরি করে চলে যাওয়ার সময় এক রুমে বাবা-মাকে আটকে রেখে, অন্য ঘরে কিশোরীকে ধর্ষণ করে একজন। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এক বাড়িতে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা রুজু করা হয়। এ ঘটনা জড়িত সন্দেহে বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের