চট্টগ্রামের ফটিকছড়িতে মরিয়ম খাতুন (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ ওই এলাকার প্রবাসী মো. আবুল বশরের স্ত্রী। তাঁর দুই ছেলেসন্তান রয়েছে।
নিহত গৃহবধূর বড় ছেলে মো. রোমান মিয়া বলেন, ‘কিছুদিন আগে মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে। আজ শহর থেকে থেরাপি দিয়ে আসার পর থেকেই মা পাগলামো করতে থাকে। সকালে আমি ঘুম থেকে উঠে মাকে ঘরের বাইরে বসাই। কিছুক্ষণ পর দেখতে পাই রান্নাঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলছে মায়ের মরদেহ। আমাদের কারর সঙ্গে কোনো শত্রুতা নেই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’