হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোটা আন্দোলন: চট্টগ্রামে ২৮ মামলায় আরও ৬৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে করা ২৮ মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৭৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী। এর আগে গত ১৬ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তিনজন নিহত হন। গত ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাটে সংঘর্ষে দুজন নিহত হন। এদিন বহদ্দারহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে চট্টগ্রামে মারা গেছেন শিক্ষার্থীসহ ছয়জন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কোটা আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ৩৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নাশকতার ১৭ মামলায় এখন পর্যন্ত নগরের বিভিন্ন থানায় মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, নাশকতা, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে করা এসব মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। উল্লেখিত অভিযোগে সর্বশেষ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়