হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কসবায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৬৮) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।

নিহত সিরাজ মিয়া উপজেলার মহিউদ্দিননগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। 

আহতরা হলেন নিহতের স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২) নামে অপর এক যাত্রী।

জানা যায়, নিহত সিরাজ মিয়া স্ত্রীকে নিয়ে উপজেলার মনকাশাইর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশে অটোরিকশায় করে রওনা হয়েছিলেন তাঁরা। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সিরাজ মিয়া। 

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। গুরুতর আহত মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির