হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় ব্যভিচারের অপরাধে যুবকের ৩ বছর কারাদণ্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ফছিহ উদ্দীন (২৫) নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাহী আসামির উপস্থিতিতে এ রায় দেন। পরকীয়া সম্পর্কিত ব্যভিচার আইনের মামলায় তাঁকে এই সাজা দেওয়া হয়। ফছিহ উদ্দীন উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফারপাড়ার বাসিন্দা।

বাদীপক্ষের আইনজীবী মো. আয়ুব হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৪৮ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৯৭ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মামলার বাদী ওই নারীকে বিয়ে করেন। সাজাপ্রাপ্ত ওই আসামি নানা কৌশলে তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। এমনকি প্রায় সময়ই তাঁর অনুপস্থিতিতে আপত্তিকর অবস্থায় শোয়ার কক্ষ থেকে হাতেনাতে আটক হন ফছিহ উদ্দীন। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কাজ না হওয়ায় আদালতে মামলা করেন ভুক্তভোগী।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির