হোম > সারা দেশ > কক্সবাজার

ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ শিবিরে ফিরলেন ৩ রোহিঙ্গা

প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): ভাসানচর থেকে টেকনাফের উনচিপ্রাং শিবিরে পালিয়ে এসেছেন দুই নারীসহ তিনজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাতেই তারা হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে চলে আসেন।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলেন, উনছিপ্রাং শিবিরের মো. আলমের কন্যা ফাতেমা আক্তার (১৮), আহমেদ হোছেনের ছেলে মো. হানিফ প্রকাশ জোবায়ের (২২) ও আবুল কালামের কন্যা শফিকা (১৮)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, দালাল চক্রের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। সেখান থেকে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে বসবাসরত তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে তারা আশ্রয় নিয়েছেন। এক বছর আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করেছিল নৌ–বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। ভাসানচর থেকে আবার পালিয়ে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্যাম্প ইনচার্জকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উনছিপ্রাং ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) রাশেদুল হাসান জানান, মূলত তারা পরিবারের টানে এখানে পালিয়ে এসেছেন। তাদের পুরো পরিবার এই শিবিরে আছেন। এর আগেও নুরুল আমিন নামের এক রোহিঙ্গা চলে এসেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের