হোম > সারা দেশ > কক্সবাজার

ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ শিবিরে ফিরলেন ৩ রোহিঙ্গা

প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): ভাসানচর থেকে টেকনাফের উনচিপ্রাং শিবিরে পালিয়ে এসেছেন দুই নারীসহ তিনজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাতেই তারা হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে চলে আসেন।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলেন, উনছিপ্রাং শিবিরের মো. আলমের কন্যা ফাতেমা আক্তার (১৮), আহমেদ হোছেনের ছেলে মো. হানিফ প্রকাশ জোবায়ের (২২) ও আবুল কালামের কন্যা শফিকা (১৮)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, দালাল চক্রের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। সেখান থেকে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে বসবাসরত তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে তারা আশ্রয় নিয়েছেন। এক বছর আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করেছিল নৌ–বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। ভাসানচর থেকে আবার পালিয়ে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্যাম্প ইনচার্জকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উনছিপ্রাং ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) রাশেদুল হাসান জানান, মূলত তারা পরিবারের টানে এখানে পালিয়ে এসেছেন। তাদের পুরো পরিবার এই শিবিরে আছেন। এর আগেও নুরুল আমিন নামের এক রোহিঙ্গা চলে এসেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত