সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাঁশখালীর প্রবাসী মো. শহিদ উল্লাহ (৩৮)। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
নিহত শহিদ উল্লাহ বাঁশখালী উপজেলার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জলদি রঙ্গিয়াঘোনা এলাকার মো. আলী হোছেনের ছেলে।
নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বড় ভাই শহিদ উল্লাহ নির্মাণকাজের একজন ফোরম্যান। সে প্রতিদিনের মতো নিজের প্রাইভেট কার এ করে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পথিমধ্যে তাঁর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। গাড়ি থামিয়ে বিষয়টি নিয়ে আলাপকালে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে আমার ভাইয়ের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আনোয়ার হোসেন আরও বলেন, বিগত ২০০৩ সালে আমার ভাই সৌদি আরবে গিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সেখানে নির্মাণ শ্রমিকের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলে রয়েছেন।