হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রীলঙ্কান নাগরিকের বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। 

এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট। 

আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে। 

আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’ 

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি