হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রীলঙ্কান নাগরিকের বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। 

এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট। 

আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে। 

আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’ 

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত