হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্রীলঙ্কান নাগরিকের বাসায় চুরির ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর খুলশীতে শ্রীলঙ্কান এক নাগরিকের বাসায় ৮ লাখ টাকা চুরির ঘটনায় বিলকিস আক্তার (৩৮) নামে ওই বাসার গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরির ৭ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত বিলকিস খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। 

এ বিষয়ে আজ রোববার দুপুরে খুলশী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরাফাতুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুরে দক্ষিণ খুলশীর একটি বাসায় লকার ভেঙে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। বাসাটি ইউএম মদুশান মহেশ্বরা (৩৬) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের। তিনি ফোর এইচ গ্রুপের কনসালট্যান্ট। 

আরাফাতুল ইসলাম জানান, ওই চুরির ঘটনায় বাসার গৃহকর্মীকে আসামি করে খুলশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে চুরির টাকা উদ্ধারসহ অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে। 

আরাফাতুল ইসলাম বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের পর আজ রোববার আদালতে তোলা হয়েছে। আমরা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে এই চুরির সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, বা এর আগে অভিযুক্ত নারীর চুরির কোনো ঘটনা রয়েছে কি না, তা জানা যাবে।’ 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল