আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় বশির উল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১০ এর এইচ/ ৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত বশির উল্লাহ (৩৫) ওই ক্যাম্পের ফজু মিয়ার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বশির উল্লাহ মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: