হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে হামলার শিকার পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার জামালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় দুষ্কৃতকারীরা একটি জমি দখলের চেষ্টা করছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে কর্ণফুলী থানার একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে সড়কে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমানসহ তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, টিটু নামের এক যুবক যুবদলের নাম ভাঙিয়ে ওই এলাকায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর লোকজন হামলা চালান।

আহত ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘একটি অভিযানে যাওয়ার পথে কিছু বুঝে ওঠার আগেই আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে রয়েছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা