হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে গতকাল রোববার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত দুজন হলেন ধজনগরের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত যুবকের নাম আমীর হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতির সঙ্গে দেড় বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের আমীরের বিয়ে হয়।

পরিবারের লোকজন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল দিবাগত রাত ১টার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করছেন তাঁরা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইউনুস পাঠান জানান, আজ সকালে খবর পেয়ে তাঁরা এসে বিছানায় দুই বোনের মরদেহ দেখতে পান। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুরো বিষয়টি জানা যাবে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক