হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দর। ছবি: আজকের পত্রিকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আজ রোববার দিনভর কোনো পণ্য ভারত থেকে আমদানি হয়নি এবং রপ্তানিও যায়নি।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দিন শুল্ক আদায়ের কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মসূচির আওতায় কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়নি। তবে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, কর্মসূচির কারণে বন্দরে রপ্তানি পণ্যবোঝাই অন্তত ১৬টি ট্রাক আটকা পড়েছে। এসব ট্রাকে প্লাস্টিক, আসবাবপত্র এবং খাবারজাতীয় পণ্য রয়েছে। অন্যদিকে ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েকশ আমদানি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, কর্মসূচির কারণে আজ পুরো দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, কাস্টমস কর্মকর্তাদের আচরণে ব্যবসায়ীরা একধরনের জিম্মি অবস্থায় পড়েছেন। এই অচলাবস্থায় শুধু ব্যবসায়িক খাত নয়, সার্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি