হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্মশান পুনরুদ্ধারের দাবিতে মারমাদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে মারমাদের শ্মশান বেদখলের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে বেদখল শ্মশান উদ্ধারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন মারমা গোষ্ঠীর লোকেরা। এরপর বালুখালী মারমা পাড়ার মারমা জনগোষ্ঠীর লোকেরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ৪ নভেম্বর ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি কয়েকজন নির্মাণশ্রমিক নিয়ে মারমাদের শ্মশানটি ঘিরে বেড়া দেন। এলাকার লোকজন বাধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি দেন তিনি। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ কাজ বন্ধ রাখতে বললেও ইসমাইল কাজ অব্যাহত রেখেছেন এবং এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন। 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্মশান উদ্ধারের ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে। 

এলাকার কারবারি (গ্রামপ্রধান) অংচাই কারবারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) তথ্য প্রচার সম্পাদক হ্লাপ্রু চাই মারমা, দপ্তর সম্পাদক বুলিচাই মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক কাজু কংচাই মারমা, সাবেক সভাপতি উসাইমং মারমা, ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙামাটি সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড