চট্টগ্রামের আনোয়ারায় হিট স্ট্রোকে ছালেহ আহমদ শাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
ছালেহ আহমদের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায়।
ছালেহ আহমদের ছেলে নজরুল ইসলাম বলেন, ‘আজ শুক্রবার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
আনোয়ারা হলি হেলথের পরিচালক সাইফুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আসার আগেই ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। তিনি হিট স্ট্রোকে মারা গেছেন বলে দায়িত্বরত চিকিৎসক নিশ্চিত করেছেন।’