হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে খামারে আগুন, পুড়ে মরল ১১টি গরু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে খামারে আগুন লেগে আবদুল গফুর নামের এক ব্যক্তির ১১টি গরু মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারি গফুরের ছেলে ইমন হোসেন বলেন, তাঁদের নিজস্ব জায়গায় করা খামারে ১১টি বিদেশি জাতের গরু লালন পালন করা হচ্ছিল। তাঁর দুই ভাই জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। ফিরে এসে দেখেন, খামারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব গরু পুড়ে মারা যায়। তাঁদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কেউ খামারে আগুন লাগিয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ আরিফুজ্জামান বলেন, তাঁরা যাওয়ার আগেই স্থানীয় মানুষ আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে গরুগুলো মারা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির