হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে খামারে আগুন, পুড়ে মরল ১১টি গরু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে খামারে আগুন লেগে আবদুল গফুর নামের এক ব্যক্তির ১১টি গরু মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারি গফুরের ছেলে ইমন হোসেন বলেন, তাঁদের নিজস্ব জায়গায় করা খামারে ১১টি বিদেশি জাতের গরু লালন পালন করা হচ্ছিল। তাঁর দুই ভাই জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। ফিরে এসে দেখেন, খামারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব গরু পুড়ে মারা যায়। তাঁদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কেউ খামারে আগুন লাগিয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শেখ আরিফুজ্জামান বলেন, তাঁরা যাওয়ার আগেই স্থানীয় মানুষ আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে গরুগুলো মারা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল