হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ।

এর আগে, ওই দিন কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে চমেকে আনেন স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন বড়ুয়া (২৫) বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার ছেলে।

এসআই ইরফানুর সাজ্জাদ বলেন, ‘রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।’ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে ভাঙা ও ক্ষতবিক্ষত পা দেখে পুলিশ ধারণা করছে, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। এ সময় তাঁর হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় সড়ক বিভাজক কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের