হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ।

এর আগে, ওই দিন কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে চমেকে আনেন স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন বড়ুয়া (২৫) বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার ছেলে।

এসআই ইরফানুর সাজ্জাদ বলেন, ‘রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।’ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে ভাঙা ও ক্ষতবিক্ষত পা দেখে পুলিশ ধারণা করছে, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। এ সময় তাঁর হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় সড়ক বিভাজক কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প