হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধুর জন্মদিনে ১৫ লাখ টাকা লোপাট করেছে কেডিসিএল: দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেডিসিএল) ট্রাস্টি বোর্ডে কোটি কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লোপাট করেছে কর্মকর্তারা। 

আজ বৃহস্পতিবার বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এই অভিযান চালায়। 

অভিযান শেষে সহকারী পরিচালক এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কল্যাণ তহবিলের নামে বিভিন্ন সময় অনিয়ম হয়ে আসছে। কোনো ভাউচার ছাড়াই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছি আমরা।’ 

এনামুল হক বলেন, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ২ কোটি টাকা, ’২০-২১ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ টাকা, ’২১-২২ অর্থবছরে ১ কোটি ৫৫ লাখ টাকা ও ’২২-২৩ অর্থবছরে ৫ কোটি ২০ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। যেগুলো কোনো ভাউচার ছাড়াই খরচ দেখানো হয়েছে। তারা কিছু ভাউচার দেখিয়েছে, কিন্তু সেগুলো কতটুকু সত্য তাও তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

এনামুল হক বলেন, ‘সর্বশেষ ১৭ মার্চ তারা ১৫ লাখ টাকার খরচ দেখিয়েছে। কিন্তু কোনো ভাউচার নেই। আমরা এসবের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের