হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ৭৬৯ প্রতিষ্ঠানকে ৬০ লাখ টাকা জরিমানা 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অভিযান চালিয়ে আট মাসে ভোক্তাবিরোধী কর্মকাণ্ডের জন্য ৭৬৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় ৬০ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভায় এ তথ্য জানা যায়।

সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রয়োগক্ষেত্র ব্যাপক। নিজেদের কল্যাণের স্বার্থে যুগান্তকারী আইনটি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। আসন্ন রমজান সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হবে। ভোক্তা অধিকার দপ্তরের পাশাপাশি অন্যান্য অভিযানও পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আশা করি, রমজানে পণ্যের সরবরাহে কোনো ঘাটতি হবে না, সেদিকে লক্ষ রাখতে হবে। বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাই।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

আরও বক্তব্য দেন ক্যাব কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন, জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন, বিসিকের উপব্যবস্থাপনা পরিচালক মুনতাসীর মামুন, রেস্তোরাঁ মালিক সমিতির এম এ তাহের, চকবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশ্রাফ, ইটভাটা মালিক সমিতির আ. মতিন, এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনি মুক্তা পাল, রাজগঞ্জ বাজারের সভাপতি তোফাজ্জেল হোসেন, রানীর বাজার সমিতির সভাপতি আবুল হাশেম প্রমুখ।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার