হোম > সারা দেশ > কুমিল্লা

আ.লীগ প্রার্থীর জনসমর্থন নেই: স্বতন্ত্র প্রার্থী কায়সার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

‘আমরা নালিশ করি না, আওয়ামী লীগ প্রার্থী নালিশ করেন। গতকাল তো উনি অসহায়ত্ব ফিল করে বলেই ফেললেন, নির্বাচন কমিশন নাকি নিজেদের ইমেজ রক্ষার্থে তাঁকে জবাই করছে। জনসমর্থন নেই আঁচ করতে পেরেই উনি নির্বাচন কমিশনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নালিশ তো আমি দিইনি, উনি দিচ্ছেন।’

আজ বুধবার রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার এই দাবি করেছেন।

স্বতন্ত্র এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘আমি যেটা শুনতে পাচ্ছি, বুথের সংখ্যা কমিয়ে একটি রুমে দুটি বুথ করা হয়েছে। আমার এজেন্ট তো দুইটা বুথেই থাকবে। কিন্তু তারা থাকতে দিচ্ছে না। সে ক্ষেত্রে আমার এজেন্ট এক কক্ষে দুজন রাখা হচ্ছে। আবার দুই-একটা কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি কেন্দ্রের যে সীমানা, এই সীমানার কাছাকাছি আমাদের লোকজনকে থাকতে দিচ্ছে না, কিন্তু নৌকার লোকজনকে ঠিকই থাকতে দিচ্ছে।’

স্বতন্ত্র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার আরও বলেন, ‘ভোটের পরিবেশটা আমি একটু দেখি, দেখার পরে আমি আপনাদের জানাব। ভোটাররা কেন্দ্রে আসছেন। লক্ষণটা আমি বলব ভালো। আমি পরিবর্তনের স্বপ্ন তাঁদের দেখিয়েছি। আমি বিশ্বাস করি, ভোটারদের কেন্দ্রে আসার জন্য আমিই বেশি উদ্বুদ্ধ করেছি। যেহেতু ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন, আমি মনে করি তাঁরা পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছেন। তাঁদের রায়ে আমার জয় হবে ইনশা আল্লাহ।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

কায়সার বলেন, ‘ইভিএম নিয়ে যাঁরা বয়স্ক তাঁদের একটু আপত্তি থাকেই, তাঁরা জিনিসটা বুঝবেন না। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, ভোটাররা লাইনে আছেন, কিন্তু স্লো কাস্টিং হচ্ছে।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক