হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার ভোট গ্রহণ শেষে রাতে টাউন হলে মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন। 

নির্বাচনে ১১৫টি ভোটকেন্দ্রের ফলাফলে গোলাম ফারুক পিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট। তাঁর নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট। 

এর আগে দুপুরে প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির প্রার্থী মো. সামছুল করিম খোকন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষ হয়।

উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক) নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা