হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের প্রার্থী গোলাম ফারুক বেসরকারিভাবে নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার ভোট গ্রহণ শেষে রাতে টাউন হলে মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন। 

নির্বাচনে ১১৫টি ভোটকেন্দ্রের ফলাফলে গোলাম ফারুক পিংকু পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট। তাঁর নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৫৬ ভোট। 

এর আগে দুপুরে প্রেসক্লাবে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির প্রার্থী মো. সামছুল করিম খোকন জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষ হয়।

উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক) নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ